বিজয় দিবস-১৬ ডিসেম্বর
লীলাচূর্ণ
ঘুমের পাহাড় থেকে সুগায়ক পাখিরা এসেছে-
আমি কি পারবো কোনোদিন গানের ভেতর দিয়ে
পতনোন্মুখ চাঁদের নিচে একা হেঁটে চলে যেতে!
চুমুক দিয়েছে কেউ আমার রক্তমদের গ্লাসে,
আর সেটাকেই আমি গূঢ় দরজাটি খুলবার
সম্মতি ভেবেছি আজ। এই গোলপাতা ঘরে বসে
কুঞ্জরাবদ্ধ কৃষ্ণের দিকে মাঝে মাঝে চেয়ে দেখি,
সোনার চরণচক্র পায়ে কেউ হেলেদুলে হাঁটে
গোলপাতা ঘরের নিকটে। মৃত্যু-নাচ দেখাবার
কার এত দুর্মর আহ্লাদ! জ্বলন্ত ঘাসের বনে
কোনো মেয়ে মানুষের আগ্নেয় ত্রিকোণ ভেঙে যদি
নেমে আসে শিশু লামা, যদি কোনো সুজাতাকে দেখে
বুদ্ধের শরীর জাগে, গানের ভেতর দিয়ে তবে
একদিন পৌঁছে যাবো, রামধনু গলছে যেখানে...
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৪ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে একটি সিংহী
-
হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখে ধানমন্ডিতে বাবার বাড়িতে জুবাইদা রহমান
-
চোখের সামনে সঙ্গীদের মেরে আমাদের ভয় দেখাত
-
ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি সরবরাহ দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন
-
চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল