বিজয় দিবস-১৬ ডিসেম্বর
যে নশ্বর ভূর্জপাতা, ভঙ্গুর পাথরে
দিব্য ইতিহাস ছিল, আছে আমাদের মৃত নিমগ্ন নগরে
হ্রদ? সে তো হ্রদ নয় অন্য কোনকালে হিমযুগে
মাতাল জ্যোত্স্নার নিচে পচে ওঠে নিহত শাবক
শশকের; একটি বিদ্যুত্-লতা আলাভোলা ময়ালের
আড়মোরা ভাঙা দেখে নেভে, ময়ূরীর নাচে কেকাস্বরে
বারবার কারা ডাকে : লহুজঙ্গ লহজঙ্গ-এ নদীর নাম?
নদী? সে কি নদী যদি অনাবাদি মাঠে ফুটে ওঠে
কেবলি হাড়ের ফুল তার নিচে হাস্যে কোলাহলে
অন্য কোন ইতিকথা তবে কেন অপরে রচেনা-
রক্তে ভেজা বালির বাঁধের ভাঁজে কলহ কোন্দল
উন্মাদের আঁকে দুঃখ অনির্বাণ, পাশা খেলা জমে
দুধের বলক দেখে প্রাণপণে পালালে মাছিরা
লাফালাফি করে কারা চান্দ্র মাসে শিরীষ ছায়ায়!
লিখেছিল কে নশ্বর ভুর্জপাতা : ভঙ্গুর পাথরে?
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৪ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল
-
যেকোনো মূল্যে দনবাস দখল করব: পুতিন
-
মুক্তিযুদ্ধে বিদেশি স্বজনদের কথা
-
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান
-
শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে