বিজয় দিবস-১৬ ডিসেম্বর

দুষ্টেরা ব্লেড দিয়ে কেটেছিল জল ২

দুষ্টেরা ব্লেড দিয়ে কেটেছিল জল

আমি অবিভক্ত পুকুরের কথা বলতে গিয়ে

বহুবার অপমানিত হয়েছি

দুষ্টেরা করাত দিয়ে কেটেছিল পাহাড়

কর্তিত বালুকণারও দুঃখ আছে

তারা তা বুঝতে পারেনি

আমি ব্লেডের নিচে বাড়িয়ে দিয়েছি গলা

তারা বললো হেসে

হয়েছে এবার পূর্ণ

ষোলকলা।

আমার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে সময়

যে সিংহপুরুষেরা বনে গেছে

ক্ষুধার্ত তৃণরা জানে তারাই বনমানুষ

ক্রন্দন এখন বোকাদের উত্কৃষ্ট খাদ্য

সকল ডাকাত সমবেত-প্রস্তুত ঘোড়া

সদাপ্রভুর নাতি-নাতনিদের হাতে রিমোটের তোড়া

মরা গাছের মতো ভেঙে পড়ছে পরিপূর্ণ আকাশগুলো

কিছু না কিছু ঘটে, জনাব আপনি চান বা না চান

উর্বর মহিলারা তো একসাথে মরে যায়নি

অপারেশন টেবিল মানেই মৃত্যু নয়

একটা ছোটখাটো চিত্কারের জন্য অপেক্ষা করা যেতেই পারে

বিগত-যৌবনা পৃথিবীর সপক্ষে

অবশ্য আমি কোন মন্তব্য করতে রাজি নই।

সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৩ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত