বিজয় দিবস-১৬ ডিসেম্বর
চিত্রকল্প
আকাশের গায়ে ঠেস দিয়ে বসা রোদ
উকুন বাচছে মেয়ে মানুষের চুলে
আঙ্গিনায় বাজে অলস ঘুঘুর ডাক
উদাসীন গাছে পাতা ঝরে পড়ে ভুলে।
তাড়া নাই দেখে পুকুর সাঁতার কাটে
জলজ শ্যাওলা মাছের স্বপ্ন খোঁজে
উদবিড়ালের চোখে বসে থাকা ক্ষুধা
হঠাত্ হাওয়ায় ভাতঘুমে চোখ বোজে।
মাঠ হেঁটে যায় নুয়ে পড়া ধানক্ষেতে
আলপথ, ধূলি স্মৃতি-উত্সবে মাতে
গ্রামের হালট চা-দোকানে ঝাঁপি তুলে
তাস বিলি করে ইয়ার-দোস্ত হাতে।
‘ভুলোনা আমায়’ দুপুরের সুই সুতো
দূর প্রান্তরে ভ্রমরের ছবি আঁকে
একা কিশোরীর ভুল বানানের চিঠি
পাখি হয়ে যায় হারানো পথের বাঁকে।
সূত্র: ১৬ ডিসেম্বর, ২০০৪ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর, ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ
-
আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান
-
তারেক রহমানকে স্বাগত জানিয়ে কী বললেন নাহিদ, আখতার, হাসনাত ও সারজিস
-
বিপিএল: শুরুর আগেই রীতিমতো ‘সার্কাস’
-
মঞ্চে নির্ধারিত চেয়ারে না বসে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান