বিজয় দিবস-১৬ ডিসেম্বর

ওঁম্ শান্তি!

আত্মবিদ্রূপ কী বুঝিস না? মারব এক চড়!

আকাশ থেকে পড়বি। বোমার মতন।

তখন তোর তের গুষ্টিসুদ্ধা আসিস

অগ্নি কেন আগুন তোদেরকে টের পাওয়াব

চোখের সামনে দিয়ে ঝিলিক মারবে আল্লার নূর, তখন

ইয়া মাবুদ! কতদিন ঘুমাই না, ভালো ভালো ঔষধ দাও

আমিন! আমিন ভাইকে তুই চিনিস না, তোর কী হবে রে!

সেই যে ওষুধের ব্যবসা বাদ দিয়ে তেলের ব্যবসা ধরলো

আর কী তাড়াতাড়ি দাউদাউ দাউদাউ

আহ্! সাধু সাধু বল্। তার ছেলেটা এখন

কম্পিউটারে যুদ্ধ-যুদ্ধ খেলে

আর জেতে আর খেলে আর...

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে...

আচ্ছা, তোর বাচ্চাটা কি মারা গেছে?

ওঁম্ শান্তি! গেমওভার। সাধু সাধু বল্। আনমনে।