বিজয় দিবস-১৬ ডিসেম্বর

আকাশের আলো

১০ জানুয়ারি ১৯৭২ সালে স্বদেশের মাটিতে ফিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০–১৫ আগস্ট ১৯৭৫)।

হাজার বছর রক্ত ঝরানো

পথের প্রান্তে এসে

তাঁর চরণের চিহ্ন মেলে যে

ভূগোলের পাদদেশে—

বিজয়ের ভাষা জানে সেই রূপ

লেখে মানুষের গান

কবি ও নেতার মিলিত কণ্ঠে

ইতিহাস পেল প্রাণ

আকাশের আলো জলে পড়ে যেন

যেন তাঁর মুখ হাসে

বাতাসে উড়ছে মাটির গন্ধ

সবুজের প্রতিভাসে—

হাবীবুল্লাহ সিরাজী

তিনি তো বন্ধু, বঙ্গবন্ধু

লালে-লালে লেখা নাম

বাংলাদেশের হৃদয়ের ছবি

পতাকায় রাখিলাম।

হাবীবুল্লাহ সিরাজী: কবি।

সূত্র: ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সালের বিশেষ সংখ্যায় প্রকাশিত