স্বাধীনতা দিবস-২৬ মার্চ
স্বপ্নময়ী, স্বপ্ন দেখাও
স্বপ্নময়ী, স্বপ্ন দেখাও
অন্ধকারে ঘুমের ঘোরে
অবচেতন মনছায়া স্বপ্ন নয়
প্রখর আলোয় চেতনাময়
সূর্যমাখা স্বপ্ন দেখাও।
ভোরের কুসুম শিউলি ফোটা
রঙ্গিন নৌকা পাল তোলা
আকাশভরা তারার মেলা
শিশুর চোখের লাল নীল সবুজ হলুদ
প্রজাপ্রতির মেরুন ডানায়
ধান ক্ষেত্রের সোনার আগুন
ইলিশ নদীর উছল ঢেউয়ের
স্বপ্ন দেখাও।
স্বপ্নময়ী, তুমি আমার স্বপ্নরানী
মহাকালের সৃজন ভেলায়
আমায় তুমি ভাসিয়ে নাও
জোয়ার ভাটার সন্ধিক্ষণে
ভাসিয়ে নাও, ভাসিয়ে নাও
অথৈ জলে।
আমায় তুমি স্বপ্ন দেখাও
স্বপ্ন দেখাও, স্বপ্ন দেখাও।
স্বপ্নময়ী, জ্যোত্স্নামাখা হাত বাড়িয়ে
তুমি আমায় এগিয়ে নাও
অন্ধকারের অতল গুহার ঢাকনা খুলে
চির আলোয় উদ্ভাসিত স্বপ্নপুরে
তুমি আমায় এগিয়ে নাও, এগিয়ে নাও।
স্বপ্নময়ী, স্বর্ণময়ী, জ্যোত্স্নাময়ী
তুমি আমায় স্বপ্ন দেখাও
স্বপ্ন দেখাও।
সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র
-
মার্কিন হামলার আশঙ্কা, সতর্ক ইরান
-
ইরানে কোথায়, কীভাবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
-
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট: ক্রিকেটারদের আলটিমেটাম
-
জামায়াতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের