স্বাধীনতা দিবস-২৬ মার্চ
দেয়াল
বঙ্গোপসাগর ঘেঁষে ম্লান এই গাঙ্গেয় বদ্বীপ
মানুষেরা ক্ষুত্কাতর নিরীহ আকাট
কাক-পক্ষীর মতো অন্ন খুঁটে অন্ন খুঁটে
মাথা ঠেকছে পথের ধুলোয়
মাস-কাবারি বেতনের মুলো
ফুঁ দিয়ে নিবিয়ে দিচ্ছে বুকের ভেতর গান, স্বপ্নের আগুন
এপ্রিলে বা আশ্বিনে
তেতে উঠলে মাটি জল সমুদ্র আকাশ
প্রলয়ে জলোচ্ছ্বাসে ফুঁসে ওঠে রুখে ওঠে বঙ্গোপসাগর
বঙ্গোপসাগর ঘেঁষা এই মানুষেরা
ইতিহাস চমকে দিয়ে
মাঝে মধ্যে সমুদ্রের মতো ফুঁসে ওঠে
গর্জে উঠে বজ্র টেনে আনে
কুপিয়ে কবির কব্জি রোধ করবে এই বদ্বীপে
অগণন মানুষের মুখ বিকৃত করবে চাপাতির কোপে
এই অপস্বপ্ন দ্যাখে সাধ্য আছে কার
ইতিহাস ভরে জ্বল জ্বল করছে প্রিয় একাত্তর
ছাপোষা মানুষগুলো চোখে জল নিঃশ্বাসে আগুন
স্বপ্ন কেউ খুবলে নিতে গেলে
উঁচু হয়ে উঁচু হয়ে মাথা ঠেকে আকাশে তাদের
অনেক অনেক হয়ে দীর্ঘ এক দেয়াল বানায়
বিকট হায়ের মুখে তেজস্ক্রিয় দেয়াল বানায়
সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে রাশিয়া: পুতিন
-
বিশ্বকাপের ড্র : এমবাপ্পে-হলান্ড লড়াই হবে বিশ্বকাপে
-
চোখের সামনে সঙ্গীদের মেরে আমাদের ভয় দেখাত
-
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় থাকতে পারে ৩০টির বেশি দেশ
-
খালেদা জিয়ার জন্য জার্মানির প্রতিষ্ঠান থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার