স্বাধীনতা দিবস-২৬ মার্চ

ঘূর্ণি

যাদের আসার কথা ছিল

উপেক্ষিত স্টেশনে জংশনে

অল্প আলো আর ফেলে যাওয়া

হুইসেলের আর্তির ভেতর

দেখা হয়েছিল

চিরকাল যাদের সহিত

তারা আসে নাই কেউ কোনোদিন, শুধু

যতিচিহ্নে ভরা, দাঁড়ি কমা প্রশ্নচিহ্নে ভরা প্রাণ

অপেক্ষায় থাকে এক অধরা সুরের

ঘুরে ঘুরে অজস্র ঘূর্ণিতে

ঊর্ধ্বমুখে ছোটে যেই সুর

ধরা যায়, যদি ধরা যায়

দিগ্বিদিক ছুটে ভ্রষ্ট ভ্রান্ত গোলকের

মেঘে মেঘে ধাক্কা লেগে ফিরে চলে যাওয়া

ব্যাকুল বেহেশতি সেই সুর

ধীর-ধীর হাওয়া-জাগা বসন্তবাহার!

যদি ফিরে আসে

নিখোঁজ মুখের সেইসব ছবি।

মম বাজিকর যদি চিরকাল রুমাল নাড়ান

পরানেরগহিনভিতর।

সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত