স্বাধীনতা দিবস-২৬ মার্চ

কবি রঙধনুময় পথে

রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কবি শামসুর রাহমান। জন্ম ২৩ অক্টোবর ১৯২৯। মৃত্যু ১৭ আগস্ট ২০০৬।

একজন কবি রঙধনুময় পথে হেঁটে গেলে,

তিনি কি জীবিত নাকি মৃত কে আমাকে

বলে দেবে ঠিক

এই সন্ধ্যাকালে আজ? না, আমি ধোঁয়াশা

অথবা নেহাত মারফতি বাক্য শুনে

কিছুতেই সন্তুষ্টির, বলে দিচ্ছি, ভান করবো না।

মনে পড়ে, আজ বড় বেশি মনে পড়ে-

যখন অসুস্থ আমি শহরের নামজাদা এক

হাসপাতালের বেডে বিশীর্ণ, শায়িত,

এলেন বিশিষ্ট একজন কবি রুগ্ণ আমাকে দেখতে।

বয়সে আমার চেয়ে বেশ কিছু ছোট,

বললেন নানা কথা রোগীটিকে উদ্বুদ্ধ করতে।

পরে জানা গেল সেই প্রিয় কবি, যিনি পরিচিত

আমার, সহজে তিনি প্রায়শই আকাশে পাখির

মতো উড়তেন, ভিন্ন পাখা মেলতেন,

অবশ্য পায়ের ছাপ মাটিতে পড়তো অনায়াসে।

তার কবিতার নানা বই বোদ্ধা আর সাধারণ

পাঠকের মন জয় করেছে-কবির নাম আবিদ আজাদ।

২৪ মার্চ ২০০৫

সূত্র: ২৬ মার্চ ২০০৫ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত