ক্রোড়পত্র
আনারিতার জন্যে স্তবগাথা

ছোট্ট আনারিতা মত্স্যকন্যা হবে,
ভীষণ ইচ্ছে তার।
জননী ফ্লোরা হেসেই কুটিকুটি।
আনারিতা ছোট্ট বালিহাঁস—
নাচতে নাচতে মাঝনদীর দীপ্তা-তরঙ্গিনী।
জলদেশের রাজপ্রাসাদে
আলো, শুধু আলোর মুক্তো-মানিক।
রাজপুত্রের ময়ূরপঙ্খী
বাণিজ্য-মৃগয়ায়।
ছোট্ট আনারিতা এখনো সাঁতার শেখেনি।
Also Read
-
ইমাম, শাফিক ও ইয়াসিরের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এসেছে, কিন্তু তারাই নেই
-
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি পুতিন, তবে দিলেন শর্ত
-
অধ্যাপক আরেফিন সিদ্দিক আর নেই
-
মাগুরায় শিশুটির প্রথম জানাজার পর আসামিদের বাড়িতে আগুন
-
মাগুরার সেই শিশুটি কি অভিশাপ দিয়েছিল