বাংলাদেশ
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন উপাচার্য আবদুল মান্নান চৌধুরী
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আগামী চার বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি সব পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯-২০২২ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও সব বিভাগের কর্মকর্তারা নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক মো আবদুল মান্নান চৌধুরীকে বরণ করে নেয়। এ সময় ইউনিভার্সিটির বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামানকে বিদায় জানানো হয়।
Also Read
-
তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন
-
আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান
-
তারেক রহমানকে স্বাগত জানিয়ে কী বললেন নাহিদ, আখতার, হাসনাত ও সারজিস
-
দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন রুমিন ফারহানা
-
যেকোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে: তারেক রহমান