বাংলাদেশ
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন উপাচার্য আবদুল মান্নান চৌধুরী
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আগামী চার বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি সব পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯-২০২২ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও সব বিভাগের কর্মকর্তারা নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক মো আবদুল মান্নান চৌধুরীকে বরণ করে নেয়। এ সময় ইউনিভার্সিটির বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামানকে বিদায় জানানো হয়।
Also Read
-
বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র
-
মার্কিন হামলার আশঙ্কা, সতর্ক ইরান
-
ইরানে কোথায়, কীভাবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
-
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট: ক্রিকেটারদের আলটিমেটাম
-
জামায়াতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের